ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

রামুতে গণসংবর্ধিত বাফুফের সদস্য বিজন বড়ুয়া

একুশে বার্তা
অক্টোবর ১৪, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,রামু:
রামুতে বাফুফের নবনির্বাচিত সদস্য বিজন বড়ুয়াকে গণংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রামু সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিজন বড়ুয়াকে এ গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার ডিএফএ সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ। স্বাগত বক্তৃতা করেন, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু। গণসংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’র পর পর তিনবার নির্বাচিত সদস্য বিজন বড়ুয়াকে ক্রেষ্ট, ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়।

জন্মভূমি রামুতে গণসংবর্ধনায় উচ্ছ্বসীত বাফুফে সদস্য বিজন বড়ুয়া বলেন, আমার জন্মভূমির মানুষ, আমাকে সংবর্ধিত করেছে। আমি উচ্ছসিত, আমি কৃতজ্ঞ। ফুটবল খেলার উন্নয়নে আমার দায়িত্ববোধ অনেক অনেকগুণ বাড়িয়ে দিয়ে, এই গণসংবর্ধনা। আমি কক্সবাজারের ফুটবল খেলার উন্নয়নে কাজ করবো। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ফুটবল ষ্টেডিয়াম নির্মাণ শুরু হবে অচিরেই। তিনি বলেন, যে মাটিতে আমি বেড়ে উঠেছি, ফুটবল খেলা শুরু করি, সেই আমার প্রিয় জন্মভূমি রামুতে একটি ষ্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নেবো। রামুর নবীন ফুটবলাদের জন্য সব রকমের সহযোগিতা থাকবে আমার।

প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, তৃণমূল থেকে ফুটবলার সৃষ্টি করতে হবে। ফুটবলার সৃষ্টি করতে হলে, প্রত্যেকটি ইউনিয়নের অংশ গ্রহণে টুর্ণামেন্ট আয়োজন করতে হবে। বেশী করে স্থানীয় ফুটবল খেলোয়াড় টুর্ণামেন্টে অংশ নিতে পারলেই, তৃণমূল থেকে ফুটবলার সৃষ্টি হবে। এমপি কমল বাফুফে সদস্য বিজন বড়ুয়ার দৃষ্টি আকর্ষণ করে বলেন, রামুতে একটি ফুটবল ষ্টেডিয়াম দরকার। আপনি রামুতে একটি ষ্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিন।
বিশেষ অতিথি ডিএফএ সভাপতি ফজলুল করিম সাঈদ বলেন, বিজন বড়ুয়ার নেতৃত্বে জেলা ফুটবল লীগ আবারও সচল করা হবে।

সাইমুম সরওয়ার কমল এমপি প্রজন্ম ফুটবলারদের উদ্দেশ্য বলেন, তোমরা নিয়মিত চর্চার করো। চর্চার মাধ্যমে তোমরাও এক একজন বিজন বড়ুয়া হতে পারবে। ভালো মানের ফুটবলার হয়ে, রামু সুনাম অক্ষুন্ন রাখতে পারবে।
বিজন বড়ুয়া ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, আপনারা ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করুন। খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী সহ ট্রফির পৃষ্ঠপোষকতায় থাকবো আমি।
রামু ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, সহ-সভাপতি পুলক বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রুহুল আমীন রকি, রামু মোহামেডান স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ইসকান্দর মীর্জা, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক সুপন বড়ুয়া শিপন, কচ্ছপিয়া ক্রীড়া সংসদ সাধারণ সম্পাদক কামরুল আহসান সোহেল, কক্সবাজার জেলা তাঁতিলীগ সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য আজিজুল হক আজিজ, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া আব্বু প্রমুখ।

সংবর্ধিত অতিথি বাফুফের নবনির্বাচিত সদস্য বিজন বড়ুয়ার হাতে ক্রেষ্ট তোলে দিয়ে সংবর্ধিত করেন, রামু সর্বসাধারণের পক্ষে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষে সংগঠনের যুগ্ম সম্পাদক সাংবাদিক খালেদ শহীদ, রামু ব্রাদার্স ইউনিয়নের পক্ষে সংগঠনের নির্বাহী সদস্য তরুপ বড়ুয়া, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের প্রধান পরিচালক সুপন বড়ুয়া শিপন, রামু খেলা ঘরের প্রধান পরিচালক শাহেদুল ইসলাম
ফুলের মালা ও পুষ্পস্তবক বাফুফের নবনির্বাচিত বিজন বড়ুয়াকে বরণ করে, কক্সবাজার ডিএফএ, রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটি, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব, রামু ব্রাদার্স ইউনিয়ন, রামু মোহামেডান স্পোটিং ক্লাব, রামু ফুটবল ট্রেনিং সেন্টার, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দক্ষিণ শ্রীকুল যুব সংস্থা, বিছমিল্লাহ একাদশ লট উখিয়ারঘোনা, হাইটুপি বড়ুয়া পাড়া যুব সমাজ সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় হয়ে ফুটবল খেলেছেন বিজন বড়ুয়া। বিভিন্ন ক্লাবের হয়েও তিনি কাতার, তাজিকিস্তান, দক্ষিন কুরিয়া, জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালেশিয়া, থাইল্যান্ড ও নেপালে ফুটবল খেলেছেন। এ সব দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজন বড়ুয়া ২০১২-২০১৬ সাল পর্যন্ত বাফুফে পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান এবং ২০১৭-২০১৯ বাফুফে জাতীয় স্কুল ফুটবল পরিচালনার দায়িত্ব পালন করেন।

কক্সবাজার জেলা ফুটবল দলের খেলোয়াড় হিসেবে কৃতিত্বপূর্ণ খেলোয়াড়ী জীবনের শুরু করেন ১৯৮৪ সালে। ১৯৮৫ সাল হতে চট্টগ্রাম লীগে আবাহনী ক্রীড়া চক্র, পিডিবি রিক্রিয়েশন ক্লাব, হাফিজ জুট মিলস, ইস্পাহানী জুট মিলস এবং মুক্তি ক্লাবের পক্ষে নিয়মিত ফুটবল খেলেছেন তিনি। ঢাকার মাঠের জনপ্রিয় হয়ে উঠেন কৃতিফুটবলার বিজন বড়ুয়া। নিয়মিত ফুটবলার হিসেবে ১৯৯০ সাল হতে ঢাকায় ফুটবল খেলেছেন বিভিন্ন ক্লাবে। কৃতি সাবেক এ ফুটবলার ঢাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ মুসলিম ফন্ড সোসাইটি, অগ্রণী ব্যাংক এস সি ফুটবল ক্লাব লিঃ, আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ারী ক্লাবের পক্ষ হয়ে সাফল্যের সাথে ফুটবল খেলেছেন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির একজন নিবাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x