ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
চাকরি হারালেন রোনালদোদের কোচ রুডি গার্সিয়ার

চাকরি হারালেন রোনালদোদের কোচ রুডি গার্সিয়ার

কলকাতা একাদশে জায়গা হবে কী সাকিব-লিটনের!

কলকাতা একাদশে জায়গা হবে কী সাকিব-লিটনের!

তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। ডি-বক্সে মেসির পাসে ফাঁকায় বল পেয়ে যান লাউতারো মার্তিনেজ। কেবল টোকা দিলেই গোল! কিন্তু তালগোল পাকিয়ে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন তিনি। কিছুক্ষণ পর মেসির দুটি প্রচেষ্টা ভেস্তে দেন রুম। আর ১৪তম মিনিটে লাউতারোর শট অল্পের জন্য থাকেনি লক্ষ্যে। ছয় মিনিট পরই আসে মেসির কাঙ্ক্ষিত শততম গোলের মুহূর্ত। জিওভানি লো সেলসো ডি-বক্সে খুঁজে নেন তাকে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে মেসি শট মারেন ডান পায়ে। বল জালে জড়ালে তিনি মেতে ওঠেন উল্লাসে। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নেওয়ার সুযোগ মেলেনি কুরাসাওয়ের। তিন মিনিট পর ফের গোল হজম করে তারা। হার্মান পেজ্জেয়ার হেড তাদের অধিনায়ক কুকো মার্টিনা গোললাইন থেকে ফেরানোর পর আরেকটি হেডে গোল করেন গঞ্জালেজ। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আর্জেন্টিনার আক্রমণের ঝাপটা চলতে থাকে। চার মিনিটের মধ্যে আরও তিনবার বল জালে পাঠায় তারা। ৩৩তম মিনিটে গঞ্জালেজের পাসে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ৩৭তম মিনিটে লো সেলসোর লম্বা করে বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর নিচু শটে হ্যাটট্রিকের স্বাদ নেন মেসি। মাঝে ৩৫তম মিনিটে দূর থেকে নিশানা ভেদ করেন এঞ্জো। তাকে বলের যোগান দেন মেসি। ৪৮তম মিনিটে মেসির ফ্রি-কিক ছিল না বিপজ্জনক। কিছুক্ষণ পর লাউতারোকে দুই দফা হতাশ করেন রুম। ৭১তম মিনিটে ফের নিজের সামর্থ্যের ছাপ রাখেন কুরাসাওয়ের গোলরক্ষক। মেসির রক্ষণচেরা পাসের সুবাদে তাকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি গঞ্জালেজ। পরের মিনিটে দি মারিয়ার ক্রসে পাওলো দিবালার হেড চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোলদাতাদের তালিকায় নাম ওঠান দি মারিয়া। এর আগে তিনি নিজেই আদায় করেন স্পট-কিক। তার শট ডি-বক্সে লাগে মার্টিনার হাতে। ৮৭তম মিনিটে দিবালার পাসে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মন্তিয়েল। শেষ বাঁশি বাজলে আর্জেন্টিনা মাঠ ছাড়ে উৎসবমুখর পরিস্থিতিতে।

মেসির হ্যাটট্রিকে কুরাসাওয়ের জালে আর্জেন্টিনার ৭ গোল

ফুটবল পরাশক্তি ব্রাজিলকে হারাল মরক্কো

ফুটবল পরাশক্তি ব্রাজিলকে হারাল মরক্কো

আর্জেন্টিনার হয়ে ৮০০তম গোলের রেকর্ড করলেন মেসি

আর্জেন্টিনার হয়ে ৮০০তম গোলের রেকর্ড করলেন মেসি

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রামুতে সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগে: চ্যাম্পিয়ন প্রয়াত সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল

রামুতে সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগে: চ্যাম্পিয়ন প্রয়াত সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল

রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বছরজুড়ে চলছে টেনিসের চর্চা

রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বছরজুড়ে চলছে টেনিসের চর্চা

"খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল"-সোহরাব হোসেন

“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল”-সোহরাব হোসেন

x