ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

টেকনাফ ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের বাহার ছড়া ইউপির হলবনিয়া এলাকাতে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে ৫টি বসত বাড়ী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হবে বলে জানায় স্থানীয়রা। তবে উক্ত ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার ২৩ ডিসেম্বর সকাল ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানাযায়, পুড়ে যাওয়া ৫টি বসতবাড়ীর যে কোন একটি ঘর থেকে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাতটি সৃষ্টি হয়েছে। উক্ত আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা আগুন নিভানোর জন্য এগিয়ে আসে।

জানাগেছে পুড়ে যাওয়া ৫টি বসত বাড়ীর মালিক , কামাল, জাগির, সাহাব মিয়া, হোছন আহমদ, খতিজা বেগম। এই অসহায় ৫টি পরিবার।

সত্যতা নিশ্চিত করেছেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের।
তিনি জানান, বিদ্যুৎ শর্ট-সার্কিট থেকে আগুনে পুড়ে যাওয়া ৫টি বসতবাড়ীর মালিকরা এখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেকে সার্বিক সহযোগিতা করার জন্য দ্রুত সময়ের সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এমএসএ/ ইবিসি/ কক্সবাজার

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x