ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লেখায় সে প্রবীণ লেখক ও কবি, বয়সে নবীন- আজিজুর রহমান আজিজ, সাবেক সংস্কৃতি সচিব

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ কেউ লেখে কেউ দেখে। লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। নবীন কবি মাহবুব রুমন  মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি। কেউ লেখে কেউ দেখে, লেখায় সে প্রবীণ লেখক,কবি । বয়সে নবীন- আজিজুর রহমান আজিজ, সাবেক সংস্কৃতি সচিব এমন মন্তব্য বলেছেন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।

পেশায় বর্তমানে সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু মননে লেখক এবং কবি। মাহবুব রুমনের ‘পদ্যবাড়ির অন্ধরমহল’ কাব্যগ্রন্থটি  গত শনিবার  (১১ ফেব্রুয়ারি ২০২৩) বিকেল ৪ টায় অমর একুশে বইমেলা গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির উন্মোচন অনুষ্ঠিত হয়।

বইটি প্রসব করছেন : ছায়াবীথি প্রকাশনী থেকে।

বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, বিশিষ্ট কবি আসলাম সানি, সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব আজিজুর রহমান আজিজ, বাংলা একাডেমির সচিব লোকমান হোসেন, এশিয়ার সক্রেটিস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রাজিব সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান প্রমুখ।

এ সময় আজিজুর রহমান বলেন –

কেউ লেখে কেউ দেখে,

লেখায় সে প্রবীণ লেখক,কবি ।

বয়সে নবীন।

জানা যায়, ‘পদ্যবাড়ির অন্দরমহল’কাব্যগ্রন্থটির নাম প্রকাশের পরেই ব্যাপক সারা ফেলেছে পাঠকদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্যগ্রন্থটির নাম প্রকাশ হওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ কাব্যগ্রন্থটি। ২০২১ এর বইমেলায় সাড়া জাগানো ও আলোচিত কাব্যগ্রন্থ “কাব্য টোকাইয়ের অভিষেক” এর লেখক মাহবুব রুমন নতুন কাব্যগ্রন্থ “পদ্যবাড়ির অন্দরমহল” পাওয়া যাচ্ছে বইমেলা ২০২৩ এ ছায়াবীথি স্টলে (অমর একুশে বইমেলা বাংলা একাডেমি স্টল নং : ৪৪৯-৪৫২) । এছাড়াও কাব্যগ্রন্থটি ঈশ্বরগঞ্জের মুন্নী লাইব্রেরীসহ বেশ কয়েকটি লাইব্রেরিতে পাওয়া যাবে বলে জানা যায়।

পদ্যবাড়ির অন্দরমহলের লেখক কবি মাহবুব রুমন একুশ বার্তাকে বলেন, বইটি পড়ে পাঠকরা নতুন কিছু চমক পাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম,সাম্য,বৈষম্যের বাইরেও বিষয় বৈচিত্রেরদিক থেকে দেশের পরিসীমা ছাড়িয়ে বিদেশেও পরিব্যপ্ত। শৈশবজীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। পরবর্তিতে জাতীয় দৈনিক যুগান্তরসহ, বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এবং বার্ষিক পত্রপত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি মাসিক ম্যাগাজিনেও লেখালেখি করেন তিনি।

 

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x