ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফাল্গুনেও বসন্ত আসেনি আম বাগানগুলোতে

স্টাফ রিপোর্টার
মার্চ ৩, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: জেলার রানীশংকৈল উপজেলায় ফাল্গুনেও বসন্ত আসেনি আম বাগানগুলোতে। ভরা মৌসুমে মুকুলে মুকুলে শোভিত থাকার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে অধিকাংশ গাছেই তা নেই। গত বছর এ সময় আম বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে সোনা রং ধারণ করলেও এবারের চিত্র ভিন্ন। এমন অবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত বাগান মালিক ও আমচাষিরা। আশঙ্কা চলতি বছরে আমের ভালো ফলন না হওয়ার।

৩ মার্চ (রবিবার) সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, মার্চ মাসেও আম বাগানগুলোতে মুকুলের দেখা নেই। দু-একটি গাছে মুকুল থাকলেও, তা একেবারেই কম। ফলে কাঙ্ক্ষিত মুকুলের দেখা পেতে আমচাষি ও ব্যবসায়ীরা বাগানগুলোতে স্প্রে ও সেচ দেয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও হাইব্রিড জাতের বাগানগুলোতে কিছু মুকুলের দেখা পাওয়া গেছে

এদিকে ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাস চলে এসেছে তারপরও মুকুল না আসার কারন হিসাবে আমচাষী, ব্যবসায়ী,ও বাগান মালিকরা বলছেন – এবছর শীতকালে দীর্গমেয়াদী শৈত্যপ্রবাহ, অতিরিক্ত শীত ও ঠান্ডা হওয়ায় আমের গাছে মুকুল আসতে দেরী হচ্ছে |

উপজেলার গোগর গ্রামের আমচাষি জাহিদুর জানান- গতবছর এই সময়ে পরিপুর্ন মুল আসলেও এবছর আসতে দেরী হচ্ছে | আমরা স্প্রে কীটনাশক ব্যবহার করছি মুল আসার জন্য |

কৃৃষিকর্মকর্তা সহিদুল ইসলাম জানান– রানীশংকৈল উপজেলায় ৭১১ হেক্টর ( বসতভিটাসহ ৭২৫) হেক্টর আম বাগান আছে,, আমের মুকুল এখনও পরিপুর্ন না আসললেও মুকুল আসার এখনও অনেক সময় আছে |

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x