ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

‘পিছু হটতে নয়, বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা’

একুশে বার্তা
নভেম্বর ২৫, ২০২০ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিজের মন্ত্রিসভার জন্য কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে মনোনীত করেছেন। মঙ্গলবার মন্ত্রীদের নাম ঘোষণার সময় তিনি বলেছেন, আমেরিকার যে প্রত্যাবর্তন হয়েছে, এই মন্ত্রিসভা হলো তার প্রমাণ। এই দল বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত, পিছু হটতে নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

বাইডেনের মন্ত্রিসভাকে পুরনো ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের ট্রাম্প-পূর্ববর্তী সময়ের আন্তর্জাতিক অবস্থানে ফিরে যাওয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেন বলেন, আরও একবার টেবিলের সামনের সারিতে বসবে যুক্তরাষ্ট্র। আমাদের শত্রুদের মোকাবিলায় এবং মিত্রদের প্রত্যাখ্যান না করতে প্রস্তুত। আরও একবার আমাদের মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরতে প্রস্তুত।

নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্ত করেন, যখন জো আমাকে রানিং মেট হওয়ার জন্য বলেছিলেন, তখন তিনি নিজের প্রতিশ্রুতির কথা আমাকে বলেছেন। তিনি নিশ্চিত করেছিলেন তার মন্ত্রিসভা হবে আমেরিকার মতো। যা দেশের সবচেয়ে সেরা হবে। তিনি তা-ই করেছেন।

নির্বাচনি প্রচারের সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা করেছেন জো বাইডেন। সামরিক জোট ন্যাটোসহ সব বৈশ্বিক চুক্তিতে আবারও যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্যারিস জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে যাওয়াসহ ইরানের পারমাণবিক চুক্তিতে ফেরার আশাও জাগিয়েছেন তিনি। করোনা মহামারির মতো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকট নিরসনে বিশেষজ্ঞদের ওপর আস্থা রাখার কথা বলে এসেছেন তিনি।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x