ঢাকাবৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আবদার!

একুশে বার্তা ডেস্ক
মার্চ ৩, ২০২২ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

জাহেদুল ইসলাম: 

জোৎস্না নিবে দুহাত পেতে
কিংবা চাঁদের ফালি,
নগদ ফোটা গোলাপ নিবে
সুবাস ভরা ডালি!

চাইলে দিবো উর্মি মালা
শিউলি মালা গলে,
দিতে পারি শুভ্র তারা
পুব আকাশে চলে।

কাজল দিবে কৃষ্ণ চোখে
নুপুর দিবে পায়ে,
ভোর লগনে স্নান করিতে
জল ঢালিবে গায়ে।

আঁকবে ছবি ফাগুন দিনের
রঙিন তুলি নিয়ে,
দোয়েল পাখি হলদি হবে
কাল দোয়েলের বিয়ে।

হাঁটবে তুমি মাঠে ঘাটে
আলতা রঙের পা,
তোমার পরশ করবে পোষণ
ধুলো মাটির গাঁ।

দেখব তোমার মিষ্টি হাসি
অপলক দৃষ্টি আঁখি,
শুনতে মধুর সুর লহরী
ভিড় জমাবে পাখি।

ঘুরবে চলো মেঘের ওপার
নীল পরীদের মেলায়,
কাটিয়ে দিবো সন্ধ্যা সকাল
সুতো কাটার খেলায়।

দেখবে সাগর জলের বাড়ি
উথাল পাতাল ঢেউ,
নিপুণ হাতে জল ঢালিছে
সুদূর হতে কেউ।

যেথায় যাবে প্রিয় তুমি
সঙ্গে আমায় নিও,
দিনের শেষে মিষ্টি করে
একটি হাসি দিও।

লেখক- জাহেদুল ইসলাম
সহযোগিতায় – আমিনুল ইসলাম বাহার, পেকুয়া

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x