ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কবি মাহবুব রুমন’র লেখা কবিতা ” সুন্দরী ম্যসূরি”

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৪, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরী ম্যসূরি
মাহবুব রুমন

পাহাড়ের ভাজে জীবন
জীবনের ভাজে পাহাড়
পাহাড়ের পরতে পাহাড়
পাহাড়ের বুক চিরে পথ
পাহাড়ের বুক চিরে কারুসাজ
পাহাড়ের বুক চিরে চলে যান্ত্রিক যান

পাহাড়ের বুক চিরে সুন্দরী ম্যসূরি –
রমণীর অবয়বে মোড়ানো শাড়ির মত
ভাজে ভাজে নিসর্গের পসরা সাজিয়ে
সর্পিল প্যাঁচানো যাত্রাপথ যেন
শাড়ীর পাড় বেয়ে নিয়ে যায় সৌন্দর্যের চূড়ায়
রাতের আঁধার জুড়ে তার নিম্নভূমিতে
জ্বলে উঠে প্রাণ হয়ে আলোকের ঝলক

সুন্দরী ম্যসূরির পদতলজুড়ে
মায়ায় লেপ্টে থাকে শুভ্র মেঘের দল
তার কেশপাশে হেমন্ত-প্রহরে
সহাস্যে ধরা দেয় আদুরে শিশির,
খলখলিয়ে বেড়ায় সকালের সোনারোদ।

রূপ তার স্বপ্নীল রংধনু হয়ে
প্রবল দোলা দেয় সুপ্ত-কবি-চিত্তে
মুহূর্তরা আরো মোহনীয় হয়ে উঠে
ঘাপটি মেরে থাকা অবাধ্য শীতের মোহে।

পাহাড়ের বুক চিরে এমনি নিত্য চলে
বাহারি রঙের খেলা।
পাহাড় সব দেখে,
পাহাড় সব শুনে,
শুধু সে কথা কয়না মুখে।
সুন্দরী ম্যসূরির প্রেম যে;
জমা আছে তার বুকে।

১২.১২.২২
ম্যসূরি,
উত্তরাখণ্ড, ভারত

কবি পরিচিতি- মাহবুবর রহমান রুমন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মূলভাবঃ ভারতের উত্তরাখন্ড প্রদেশের পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্থান ম্যসূরীর সৌন্দর্য নিয়ে লেখা কবিতা।

 

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x