ঢাকাসোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

সমাজের নানা অনিয়মের পাশাপাশি উন্নয়ন শীর্ষক সংবাদ গুলো তুলে ধরতে হবে-এমপি কমল

একুশে বার্তা
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

কামাল শিশির:
বৃহত্তর চট্টগ্রামের পর্যটনের অপার সম্ভাবনাগুলো দৈনিক সাঙ্গুর পাতায় প্রতিনিয়ত গুরুত্বের সঙ্গে প্রকাশ পায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেছেন, সমাজের নানা অন্যায়, দুর্নীতি, অপরাধ চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাগুলো লিখতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) রাতে বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক সাঙ্গুর প্রতিনিধিদের বার্ষিক মিলনমেলায় আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন।

তার মতে, সাংবাদিকের কলম অনেক শক্তিশালী। তাই সমাজের কোথায় কি অসঙ্গতি তা বের করে আনতে হবে।

এমপি কমল বলেন, সাংবাদিকদের প্রতি এখনো গণমানুষের আস্থা রয়েছে। সংবাদে কোন ধরণের মিথ্যা, উদ্ভট ও বিভ্রান্তিকর তথ্য দেয়া যাবে না।

দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে হোটেল বে-মেরিনার কনফারেন্স হলে অনুষ্ঠানে এমপি কমল আরো বলেন, পাহাড়ের উন্নয়ন মানে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন। তাই বন ও পাহাড় রক্ষা করেই কিভাবে উন্নয়ন করা যায়, তা নিয়ে লিখতে হবে।

বিদেশ ভ্রমণের অভিজ্ঞতার কথা তুলে ধরে এমপি সাইমুম সরওয়ার কমল বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বন, পাহাড় ও প্রকৃতি ঠিক রেখেই উন্নয়ন করা হয়। সরকারি রাজস্বের বিরাট একটি অংশ পর্যটন খাতের। আমাদেরকে এসব নিয়ে ভাবতে হবে। প্রয়োজনে বিদেশ ভ্রমণের মাধ্যমে অভিজ্ঞতা নিতে হবে।

দৈনিক সাঙ্গুর প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, বন ও পাহাড়ের রক্ষা করে বিভিন্ন দেশ কিভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে তা দেখে আসুন। সেগুলো লিখুন। সংশ্লিষ্টদের পরামর্শ দিন।

এমপি কমল বলেন, আমি তথ্যমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। আমার পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে। অনুসন্ধানি রিপোর্টিংয়ের মাধ্যমে দৈনিক সাঙ্গু আরো জনপ্রিয়তা পাক, সেটি আমি চাই।

পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইমাম খাইরের সঞ্চালনায় সভায় দৈনিক কক্সবাজার বাণী ও জনতার বাণীর সম্পাদক ফরিদুল মোস্তফা খান বিশেষ অতিথির বক্তব্য দেন।

মিলনমেলা ও আলোচনা সভায় দৈনিক সাঙ্গুর বিশেষ প্রতিবেদক নুর উদ্দিনসহ বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাঙ্গুর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কারানির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক ইমাম খাইর, লোহাগাড়ার জাহেদুল ইসলাম ও পটিয়ার তাপস দে আকাশকে ‘বিশেষ সম্মাননা’ ক্রেস্ট প্রদান করা হয়।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চকরিয়া প্রতিনিধি এম.মনসুর আলম রানা।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x