ঢাকাশনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

২১ ফেব্রুয়ারিকে ঘিরে ফুলের ব্যবসা জমজমাট 

একুশে বার্তা
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাখাওয়াত হোসাইন কক্সবাজার প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারিকে ঘিরে ফুলের ব্যবসা জমজমাট । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে ঘিরে কক্সবাজারে বেড়েছে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা। কক্সবাজার শহরের শহীদ মিনার মোড় এলাকায় ফুলের দোকানগুলোতে দেখা মিলছে উপচে পড়া ভিড়। করোনাকালীনও মানুষের মধ্যে ছিল না তেমন ভীতি। শহীদ প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুলেল বেদী বানানোর অর্ডার দিচ্ছেন মানুষজন । ২১ ফেব্রুয়ারিকে ঘিরে ফুলের দাম একটু বেশি হলেও ক্রেতার কমতি নেই পাইকারি এবং খুচরা দোকানগুলোতে। প্রতিটি গোলাপ ১০ থেকে ১৫ টাকা, রজনীগন্ধার প্রতিটি ডাল ১৫ থেকে ২০ টাকা, গাঁদা ফুল ১০০টি ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে । ফুলের দাম কিছুটা বাড়তি থাকার কারণে ব্যবসায়ীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক। চাহিদার তুলনায় ফুল সরবরাহে ঘাটতি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শহরের ফুলের দোকানে সকাল থেকে রাত অবধি ফুল কেনাবেচা হচ্ছে। করোনাকালীন ফুলের ব্যবসা ঝিমিয়ে পড়লেও শহীদ দিবস ও ভাষা দিবস কেন্দ্রিক ফুলের মার্কেট জমে ওঠেছে। রহিম পুষ্প বিতান এন্ড ইভেন্ট ম্যানজমেন্ট নামের এক ফুলের দোকানের মালিক আব্দুর রহিম জানান, ‘করোনার কালে সীমিত পরিসরে সব কিছু খুলে দেওয়ার পরও ফুলের ব্যবসা তেমন হচ্ছিল না। তবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ভালোই লাভ হয়েছে।’ তা ছাড়া বিয়ে উপলক্ষে অনেক গাড়ি সাজানো হয়েছে গেল কয়েকদিনে। এরপর ২১ ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের কাছ থেকে অনেক অর্ডার দিয়েছে। তাই করোনাকালে সময় কাটিয়ে মোটামুটি একটু স্বস্তি পেয়েছি। ফুল কিনতে আসা তরুণ সাংবাদিক ও বীচ টিভির সিইও রফিকুল ইসলাম সোহেল বলেন, শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ জানাবো, এজন্য ফুল কিনতে আসছি।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x