সড়ক দুর্ঘটনা রোধে দুমকীতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল সরকারি জনতা কলেজ ছাত্রদল

সড়ক দুর্ঘটনা রোধে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বগা মহাসড়কের স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল।
কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ সফিকুল ইসলাম ইমরানের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ইন্ডিকেটর দেয়া হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার সামনে, সরকারি জনতা কলেজের সামনে, নুতন বাজারে পাবলিক টয়লেটের সামনে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে স্পিড ব্রেকারগুলোতে সাদা রঙের ইন্ডিকেটর দেওয়া হয়েছে।
এ বিষয়ে ছাত্রদল নেতা সফিকুল ইসলাম বলেন, আসলে দূর থেকে স্পিটব্রেকারগুলো ঠিক মত দেখা না গেলে চলাচলে অসুবিধা হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এজন্যই শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ।
ছাত্রদল নেতা মোঃ মিরাজ হোসেন বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ সড়কে চলাচলে নিরাপত্তার প্রয়োজনের কথা মাথায় রেখে দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে এই ইন্ডিকেটর দেওয়া হয়েছে৷ এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম সহ আরো অনেকে।