ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে সবুজ অভিভাবক ‘সংবর্ধনা অনুষ্ঠিত

একুশে বার্তা ডেস্ক
মে ২৮, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আলা উদ্দিন আলো: মহেশখালীতে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে ,’সবুজ অভিভাবক ‘সংবর্ধনা ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা এবং উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

২৮ মে ২০২৩ (রবিবার) সকাল ১১টার সময় মহেশখালী উপজেলার ইউনুছখালী বাজারে এ আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী । সংবাদকর্মী মাওলানা আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন , বাপা মহেশখালী শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী । উপস্থিত ছিলেন , ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গবেষক , বাস্তবায়ন ও ব্যবস্থাপক ইকবাল ফারুক , ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গণযোগাযোগ ও অধিপরামর্শক দেওয়ান নুরতাজ আলম।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর ভলান্টিয়ার আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় পরিবেশ বিষয়ক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন , বাপা মহেশখালী শাখার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক জালাল উদ্দিন । বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক সুব্রত দত্ত । বাপা মহেশখালী শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো , এনজিও সংস্থা সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার মাহাবুব আলম হান্নান , কালারমারছড়া ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম , বাপা মহেশখালী শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন নুরী পিয়ারু , সেলিম মাহমুুদ জীবন , বাপা মহেশখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মহসিন , সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , বাপা পেকুয়া প্রতিনিধি দেলোয়ার হোছাইন , বাপা সদস্য জাহাঙ্গীর আলম , বাপা সদস্য ফজলে হাসান রিয়াদ , লিয়াকত আলী , ওমর ফারুক বদরী , মাওলানা সাহাব উদ্দিন , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ প্রমুখ । “সবুজ অভিভাবক” সংবর্ধনা ও পরিবেশ বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন , শিক্ষক , সাংবাদিক , পরিবেশকর্মী , মানবাধিকারকর্মী , লবন চাষী , পান চাষী , কৃষকসহ বিভিন্ন পেশার লোকজন ।

পরিবেশ ও প্রাণ-প্রকৃতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করায় ওয়াটারকিপার্স বাংলাদেশ এর পক্ষ থেকে আলোচনা সভায় “সবুজ অভিভাবক” হিসেবে দুইজন পরিবেশ প্রেমিকে ক্রেস্ট প্রদান করা হয় । তারা হলেন , মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বৃক্ষপ্রেমি মোঃ লিয়াকত আলী ও পেকুয়া উপজেলার পরিবেশকর্মী আলাউদ্দিন আলো ।
আলোচনা সভা শেষে দুপুরে বিভিন্ন লোকজনের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নেতৃবৃন্দরা ।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x