রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১৭ জনের পরিচয় মিলেছে।
নিহতদের মধ্যে মঙ্গলবার রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
যাদের পরিচয় জানা গেছে তারা হলেন- ১০-১২ দিন আগে কাতার থেকে দেশে ফেরা কুমিল্লার মেঘনা উপজেলার ২১ বছর বয়সি মো. সুমন, পুরান ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী বরিশালের কাজির হাট থানার ইসহাক মৃধা (৩৫), যাত্রাবাড়ীর ৪০ বছর বয়সি মুনসুর হোসেন, আলু বাজার এলাকার ৪২ বছর বয়সি মো. ইসমাইল, বিবিএ ছাত্র চাঁদপুরের মতলবের আল আমিন (২৩), কেরানীগঞ্জের মাস্টার বাড়ি এলাকার রাহাত হোসেন (১৮), ইসলামবাগের মমিনুল ইসলাম (৩৮), চক বাজারের নদী বেগম (৩৬), মুন্সীগঞ্জ সদরের মাঈন উদ্দিন (৫০), রাজধানীর বংশালের নাজমুল হোসেন (২৫), মানিকগঞ্জ সদরের ৫৫ বছর বয়সি ওবায়দুল হাসান বাবুল, মুন্সীগঞ্জের গজারিয়ার ৩৪ বছর বয়সি আবু জাফর সিদ্দিক, বংশালের ৭০ বছর বয়সি আকুতি বেগম, যাত্রাবাড়ীর ৬০ বছর বয়সি ইদ্রিস মীর, একই এলাকার ৫৫ বছর বয়সি নুরুল ইসলাম ভূইয়া, সিদ্দিক বাজারের মো. হৃদয় (২০) ও ওয়াসেক মো. সিয়াম (২০)।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।