একুশেবার্তা ডেস্ক
নন্দিত অভিনেত্রী জয়া আহসান তার ভক্ত-দর্শকের সামনে নানা রূপে নিজেকে উপস্থাপন করছেন। সময়ের ছাপ কখনোই পাত্তা পাচ্ছে না তার কাছে। কখনো প্রাচ্যের সাজ, কখনো পাশ্চাত্যের আউটলুক- ভক্তদের কাছে সবসময় আকর্ষণীয় জয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করা তার ছবি দেখতে সবসময়ই উপচে পড়ে হাজার হাজার দর্শক।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বৃহস্পতিবার জয়া আহসান শাড়ি পরা তার বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। যা ভক্তদের মন ছুঁয়ে গেছে। অফ হোয়াইট ভারতীয় তাঁতের একটি শাড়ি পড়েছেন তিনি, গলায় মানানসই এন্টিকসের নেকলস। বরাবরের মতো এই ছবিগুলোও ভাইরাল হয়েছে।
জয়া আহসানের শাড়ি পরা ছবির অ্যালবামটা মাত্র ৬ ঘণ্টায় ৮০ হাজারেরও বেশি মানুষের রিয়েকশ্যান পেয়েছে। কমেন্টসে বক্সে পড়েছে সহস্রাধিক প্রশংসবাক্য। জয়ার অফিশিয়াল ফেসবুক পেইজে ফলোয়ার রয়েছে ৪৬ লাখের বেশি।
ফেসবুকে পোস্ট করা ছবির সাজে জয়া আহসান হাজির হয়েছিলেন পেইন্ট সল্যুশন নির্মাতা প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) লাক্সারি সিল্ক পণ্যের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। আগামী ২ বছরের জন্য বার্জারের লাক্সারি সিল্ক পণ্যের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কাজে সম্পৃক্ত থাকবেন তিনি।
দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। জয়া আহসানকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় চলতি বছর মার্চে বাংলা ভাষার প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’-এ। এতে তিনি তায়েবা চরিত্রে অভিনয় করেন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।