রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রৌকশলীর আয়োজনে ২৯শে মে (বুধবার) দুপুরে রানীশংকৈল জনস্বাস্থ্য অফিস চত্বরে ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের সাধারন মানুষের মাঝে ২৪টি টিউবওয়েল বিতরণ করেন ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি মাজারুল ইসলাম সুজন|| টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য মাজারুল ইসলাম সুজন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও নবাগত রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লব | এছাড়াও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত সাহা,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম | অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম ও উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক,প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী ও অন্যান্য রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ সহ সংবাদ কর্মিরা উপস্থিতি ছিলেন |
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আ:লীগ সম্পাদক ফজলুল হক |
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।