বাংলাদেশ জামাতে ইসলাম দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
অদ্য ( ৭ এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় ফিলিস্তীনে হামলার প্রতিবাদে দিনাজপুর জেলা জামাতের উদ্যোগে স্টেশন জামে মসজিদ থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদহ্মিন করে। মিছিলটি বাহাদুর বাজার চত্তরে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান জেলা কর্ম পরিষদ সদস্য, দিনাজপুর শহর সভাপতি এডভোকেট মাইনুল আলম জেলা কর্ম পরিষদ সদস্য, অধ্যাপক আনিসুর রহমান জেলা আমীর, সিরাজুল সালেহীন শহর আমীর, মুশফিকুর রহমান বাংলাদেশ ইসলামি ছাএশিবির ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইসরায়েলের পণ্য বয়কট করতে বলেন। বাংলাদেশের সকল জনগণকে ফিলিস্তিনের প্বার্শে দাড়ানোর আহবান জানান।