ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

বর্ষায় ধাপে ধাপে ত্বকের পরিচর্যা

একুশে বার্তা
জুন ২৯, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

একুশেবার্তা ডেস্ক

বর্ষা মৌসুমে সঠিক পরিচর্যা না করলে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে।

যেকারণে নিয়মিত ত্বকের যত্ন নিতে সাধারণ কিছু নিয়ম মেনে চলা দরকার।

‘পিংকভিলা ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতী রূপবিশেষজ্ঞ চিংকল আনন্দ বলেন, “বর্ষায় ত্বক ভালো রাখতে ও ত্বকের পিএইচয়ের ভারসাম্য বজায় রাখতে সঠিক পরিচর্যার প্রয়োজন।”

এই মৌসুমে ত্বক ভালো রাখার উপায় সম্পর্কে তিনি বেশ কয়েকটি পন্থাও উল্লেখ করেন।

– খাবারে মৌসুমি ফল, সবুজ সবজি, ভিটামিন সি, ডি এবং ই সমৃদ্ধ সম্পূরক খাবার গ্রহণের পাশাপাশি দৈনিক আট থেকে ১০ গ্লাস পানিও পান করুন।

– দিনে তিন চার বার ব্যাক্টেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।

– ময়েশ্চারাইজার ব্যবহারের আগে ত্বক পরিষ্কার করে টোনার ও সেরাম ব্যবহার করে নিন।

– ত্বক তৈলাক্ত হলে জেল ভিত্তিক ময়েশ্চারাইজার ও শুষ্ক ত্বকে সাধারণ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

– ত্বকে যতটা সম্ভব হালকা ও তরল ভিত্তিক প্রসদনী ব্যবহার করা উচিত।

– বাইরে যাওয়ার আগে অবশ্যই প্রতিদিন এসপিএফ ৩০/৫০ ইউভিএ/ইউভিবি সান প্রোটেকশন ব্যবহার করতে হবে।

– ত্বক মসৃণ রাখতে নিয়মিত গোলাপ জল ও বরফ ব্যবহার করুন।

– ত্বকের অতিরিক্ত আর্দ্রতা কমাতে এক্সফলিয়েট ও ক্লে মাস্ক ব্যবহার করা ভালো।

ঘরে তৈরি নানা প্যাক যেমন- মধু ও কলা, দই ও বেসনের সঙ্গে হলুদ, তাজা অ্যালোভেরা, মুলতানি মাটি ইত্যাদি ব্যবহার ত্বক সুন্দর রাখতে সাহায্য করে।

– ‘নন-কমেডোজেনিক’ উপাদান সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করা উচিত। এতে ব্রণ ও লোমকূপ আবদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে।

– বর্ষাকালে পানিরোধক প্রসাধনী ও মেইকআপ যেমন- প্রাইমার, টিন্টেড ময়েশ্চারাইজার, কন্সিলার, ফাউন্ডেশন ইত্যাদি ব্যবহার করা করুন। এতে মেইকআপ ধুয়ে যাওয়ার ঝুঁকি কমে।

– ত্বক থেকে মেইকআপ তুলতে অবশ্যই ‘মাইসেলার ওয়াটার’ ব্যবহার করবেন ।

– ত্বকের বিশেষ কোনো সমস্যা দেখা দিলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শে নানা রকমের উপাদান যেমন- আবদ্ধ লোমকূপ ও ব্রণের জন্য স্যালসাইলিক অ্যাসিড, এএইচএ প্রসাধনী- গ্লাইকোলিক অ্যাসিড/ ল্যাক্টিক অ্যাসিড/ সিট্রিক অ্যাসিড/ ম্যালিক অ্যাসিড/ ম্যানডেলিক অ্যাসিড/ টারটারিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করে ত্বকের মলিনতা দূর করা যায়।

– ত্বক ভেতর ও বাইরে থেকে ভালো রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। নিয়মিত এর ধারাবাহিকতা ধরে রাখলে পরিবর্তন চোখে পড়ে।

– ত্বক ভালো রাখতে তাকে দিনে সুরক্ষিত রাখতে হবে এবং রাতে তার সঠিক যত্ন নিতে হবে।

ছবির মডেল: বৃষ্টি। ছবি: মুন্তাকিম। সৌজন্যে: রঙ বাংলাদেশ।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x