জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদ কালীন পরিস্থিতি মোকাবেলায় জি আর খাত হতে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ৪ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদের আয়োজনে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাইশারী ইউনিয়ন পরিষদ হল রুমে নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবদুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু মংলা মার্মা। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত মানুষের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি গরীব দুঃখী মেহনতী মানুষদের পাশে রয়েছেন। প্রত্যন্ত এলাকার মানুষকে করোনা মহামারীতে প্রণোদনা ও সপ্নের ঘর উপহার দিয়েছেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুরের আন্তরিকতার ফসল হিসেবে পার্বত্য এলাকার আনাচে কনাচে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি পার্বত্য মন্ত্রী মহোদয়ের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি আলী হোসাইন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ বিন্দু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ একরামুল হক রাজু, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, কৃষক লীগ সভাপতি আবু জাফর, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ উল্লাহ,প্রমুখ। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধীক অসহায়দের কম্বল প্রদান করা হয়েছে।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।