একুশে বার্তা ডেস্ক:
প্রায় দু’মাস পর চালু হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার রুটের ফ্লাইট। আগামীকাল ১ জুন মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। আর কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে দুটি ফ্লাইট উড্ডয়ন করবে।
একইভাবে নভোএয়ারও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকেল ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে তারা।
একইভাবে নভোএয়ারও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকেল ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে তারা।
ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজার ছাড়াও অভ্যন্তরীণ গন্তব্য চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৬টি, সৈয়দপুরে ৭টি, সিলেটে ৩টি, রাজশাহী ও বরিশালে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট রয়েছে।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ২২ এপ্রিল থেকে ফ্লাইট চালু করা হলেও কক্সবাজার রুটের ফ্লাইট বন্ধ ছিল।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।