দিনাজপুর গোরে এ শহীদ বড় ময়দানে ঈদের নামাজের আদায়ের প্রস্তুতি চলছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জন্য প্রস্তুতি মাঠে কাজ চলমান রয়েছে। প্রতিবছরের ন্যায় এবার দিনাজপুরের আশেপাশের জেলার মানুষের ঈদের নামাজ আদায়ের জন্য কর্তৃপক্ষের তদারকিতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। সরজমিনে দেখা গেছে ডি.সি মহোদয়ের একান্ত তদারকিতে মাঠে ঘাস লাগানো হয়েছে। মাঠে নিচু জায়গায় মাটি দেওয়া হয়েছে। উঁচু জায়গায় মাটি রোলার দিয়ে সমান করা হয়েছে।
মাঠের চারপাশে ঘেরা দেওয়া হয়েছে। মাইকের জন্য খুটি, ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। নামাজের জন্য চুন দিয়ে লাইন করে দাগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম, পুলিশ সুপার জনাব মো মারুফাত হোসেন ও এডিসি মাঠ পরিদর্শনে আসেন। জেলা জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম বলেন, এই মাঠটি বালু দিয়ে ভর্তি ছিল, উঁচু-নিচু ছিল। এইমাঠে নিয়মিত পানি দেওয়া ও মাঠে ঘাস লাগানোর ব্যবস্হা করেন।
পুলিশ সুপার জনাব মারুফাত হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি করছেন, নিয়মিতভাবে টহল দিচ্ছেন। আশা রাখা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।
সকলকে এশিয়ার সর্ববৃহৎ ময়দানে নামাজ পড়ার আহবান জানান। এবার ঈদের নামাজ সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এবার ইমামতি করবেন মওলানা মোঃ মাহফুজুর রহমান।