ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

গাজীপুর কোনাবাড়ি বিসিকে ২ কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় ২ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে, দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জানা গেছে, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় ডাইসিন কেমিক্যাল কারখানার গুদামে আগুন লাগে।পরে আগুন পাশে ৬তলা ভবন বিশিষ্ট লাইফ টেক্সটাইল (প্রা.) লিমিটেড কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পাশের বে-রাবার লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. কাইয়ুম ইসলাম একুশে বার্তাকে জানান, বিকট শব্দ পেয়ে কারখানা থেকে বেরিয়ে যাই।পরে দেখি ডাইসিন কেমিক্যাল কারখানার গুদামে আগুন। কিছুক্ষণ পরেই লাইফ টেক্সটাইল (প্রা.) লিমিটেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আমাদের কারখানাসহ আশপাশের কারখানা থেকে শ্রমিকরা আগুন নেভানোর কাজে সহযোগিতা করে এবং পানি সরবরাহ করা।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x