ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

ঈদগড়ে বন বিভাগের উদ্যোগে হাতি সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা

একুশে বার্তা
ডিসেম্বর ২৯, ২০২০ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

কামাল শিশির:
কক্সবাজার রামুর ঈদগড়ে তুলাতলী বন বিটে ২৯ ডিসেম্বর সকাল ১১টায় বণ্য প্রাণীর নিরাপদ আবাস্থল করার লক্ষে তথা বন্য হাতি সংরক্ষনে কক্সবাজার উত্তর বন বিভাগের সহায়তায় ঈদগড় রেঞ্জের উদ্যোগে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারি বন সংরক্ষক মো: সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, সাংবাদিক শউকত ইসলাম, সাংবাদিক কামাল শিশির,ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জাফর উল্লাহ।

বক্তব্য রাখেন, ইউপি সদস্য, মো: শাহজাহান, মনিরুজ্জামান, আবুল কালাম, শহিদুল ইসলাম, বদরুজ্জামান। হাফেজ নুরুল হুদার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, ঈদগড় বিট কর্মকর্তা মোস্তাজিজুর রহমান, মোরশেদ কবির, তুলাতলী বিট কর্মকর্তা নুর নবী, বাইশারী বিট কর্মকর্তা জহিরুল ইসলাম। সভায় অতিথিরা বলেন, হাতি সংরক্ষনে সবার এগিয়ে আসা উচিত। হাতি সংরক্ষন করা সবার নৈতিক দায়িত্ব। সরকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতি পূরণ দিচ্ছে। পাশাপাশি হাতি সংরক্ষনে এক বছরের ভিতরে জঙ্গল ঈদগড়ে অভায়ারণ্য গড়ে তুলা হবে। এছাড়া বিদ্যুতের শর্ট দিয়ে হাতিসহ বিভিন্ন বন্য প্রাণী হত্যা না করার অনুরোধসহ বণ্য প্রাণী হত্যা দ্বায়ে আইনের শাস্তির কথা তুলে ধরেন।

সভা শেষে রামু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ডিএফও এবং এসিএফ, রেঞ্জ কর্মকর্তা,পুলিশ,বিট কর্মকর্তাসহ বন প্রহরিদের উপস্থিতিতে ঈদগড় পানিস্যাঘোনা এলাকায় বন ভূমিতে গড়ে তুলা কালুর বিল্ডিং বাড়িটিতে অভিযান পূৃবক উচ্ছেদ করেন।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x