ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

শেকলের দুরত্বে সীমাবদ্ধ সুফিয়ার জীবন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

পেয়ার আলী,ঠাকুরগাঁও:জন্মের পর স্বাভাবিক জীবন ছিল সুফিয়া খাতুনের। শৈশব,কৈশর কেটেছে দুরন্তপনায়।দশ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সুফিয়া খাতুন। ২২ বছরের এই তরুনীর ছুটে চলার গন্ডি সীমাহীন হওয়ার কথা,কিন্তু তার জীবনের গতি শেকলের দুরুত্বে সীমাবদ্ধ হয়ে পড়েছে। টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছেনা। তাকে নিয়ন্ত্রন করতে শেকলে বেঁধেই রাখছে পরিবার। সুফিয়া খাতুনের বাড়ী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়নের( ইউপি) খিরাইচন্ডি গ্রামের মৃত বিশারত আলীর ছোট কন্যা।তিনি ২০ বছর পুর্বে মারা যান।তাই বিধবা মা, মেয়ের দেখা শোনা করেন।বিধবা মায়ের আয় রোজগার না থাকায় পরিবারের ভোরন পোষন মেটাতে হিমশিম খাওয়া মায়ের,ভারসাম্যহীন মেয়ের চিকিৎসা খরচ মেটাতে পারছেন না।ফলে দশ বছর ধরে মেয়েকে শেকলে বেধে রেখেছেন তিনি।টিনের একটি আধাপাকা ভাঙ্গা চোরা ঘরে সুফিয়া খাতুনের পায়ে লোহার শিকল দিয়ে বেধে রাখা হয়েছে। দশ বছর ধরে ওই ঘরের ভিতর কখনো দাড়িয়ে আবার কখনো বা শুয়ে বসে সময় কাটে তাঁর। শেকলের আয়তনে তাঁর জীবনের পরিসীমা। ছোটাছুটির চেষ্টা আর ব্যর্থ হয়ে চিৎকার করে বাড়ী মাতিয়ে রাখেন সুফিয়া। অর্থ কষ্টে সন্তানের এমন অসহনীয় জীবন যাপনে নিরুপায় হয়ে পড়েছে অসহায় বিধবা মা। বিধবা মা বলেন,’আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে মেয়েটা সব থেকে ছোট ।দশ বছর আগে হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সে।অভাবের সংসারে যা কিছু ছিল,সব বিক্রি করে ওর চিকিৎসার পেছনে ব্যয় করেছি।কিন্তু‌ কিছুতেই সফল হয় নি।তাকে নিয়ন্ত্রন করা যায় না।এ জন্য দশ বছর ধরে শেকলে বেধে রাখা হয়েছে।’এই বিধবা মা আরো বলেন,’এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমিই একমাত্র উপার্জন কারী।বসত বাড়ী ও কিছু আবাদী জমি ছাড়া আর কিছু নাই।জমি গুলো ২ ছেলে চাষাবাদ করে কোনো রকমে দিনাতিপাত করছেন।আর এ দিকে চিকিৎসার অভাবে মেয়েটা চোখের সামনে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে।’সমাজের সামর্থ্যবানদের সহযোগীতা কামনা করেন সুফিয়ার মা।১ নং গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন,’সুফিয়ার সুচিকিৎসা প্রয়োজন।গত ৫ সেপ্টম্বর হরিপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারী দুলাল বাবুর কাছে ওষুধ ক্রয়ের জন্য আবেদন জমা করা হয়েছে।তিনি মাস খানেকের মধ্যে সহযোগিতা পাওয়ার আস্বাস দিয়েছেন।কেউ সহযোগিতা করতে চাইলে, বিকাশ নং ০১৭১০২৬৯৫২২ (মা),০১৭৮৮১৮৯৩৮২।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x