ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

কুলিক নদীতে রাতে বালু উত্তোলন সকালে বন্ধ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: কুলিক নদীতে রাতে বালু উত্তোলন সকাল হলেই উত্তোলন বন্ধ এমনই রমরমা অবৈধ বালু উত্তোলনের কাজ চলছে জেলার রানীশংকৈল উপজেলার কুলিক নদীতে |২৯ ফেব্রুয়ারি ( বৃহষ্প্রতিবার) সকাল ৬ টায় সরজমিনে গিয়ে দেখা যায় – উপজেলার উমরাডাঙ্গী( বিরাশি) ব্রীজের পুর্ব পাশে ৫-৭ টি ট্রাক নিয়ে আইনকে তোয়াক্কা না করে স্বাধীন মনোবল নিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রীর উদ্দেশ্য নিয়ে যাচ্ছে নামে বেনামে তাদের গন্তব্যে |

উমরাডাঙ্গী ব্রীজের পুর্ব পাশ থেকে একই জায়গায় বালু উত্তোলন করার কারনে নদীর তল পেটে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে |এতে বর্ষা মৌসুমে আশেপাশের গ্রামসহ আবাদী জমি নদী ভাঙ্গনের মুখে পড়বে বলে জানায় উমরাডাঙ্গী গ্রামেরই নাম বলতে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি | বর্তমানে কুলিক নদী শুকনো থাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সুযোগটা কাজে লাগাচ্ছে বালু খেকোরা |

জানা যায় — উমরাডাঙ্গী গ্রামের আবুল হোসেন(৪০) দীর্ঘদিন যাবৎ রাত ৪ থেকে সকাল ৭ টা পর্যন্ত ১ দিন পরপর নদী থেকে ৫-৭ টি ট্রাকে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রী করেন |
রাতে বালু উত্তোলনের বিষয়টি অকপটে স্বীকার করেছেন বালু খেকো আবুল হোসেন |
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান–আমি এখন ব্যস্ত আছি পরে বালু ব্যবসায়ীদের ব্যবস্থা নেয়া হবে |

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x