৫৪ থেকে ৫৫ বছরে পদার্পণ বিশিষ্ট সাংবাদিক শাওন আমিন।
দেশের বহুল আলোচিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ঝড়পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ শাওন আমিন এর ৫৫ তম জন্মদিন।
৬ জুন ১৯৭০ ইং তারিখে চট্রগ্রামের নয়াবাজার ওয়াসা কলোনীতেবাবা মো: রতব আলী এবং মাতা আমিনা আলীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শাওন আমিন। ৩ ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি। এরপর
পি এইচ আমীন একাডেমী চট্রগ্রাম থেকে এস এস সি, ওমর গনি এম এই এইচ কলেজ থেকে এইচ এস সি & রুহিয়া ডিগ্রি কলেজ থেকে ১৯৯২ সনে বি এ পাশ করেন। শখের বশে সাংবাদিকতা শুরু করে ১৯৮৮ সন থেকে। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা থেকে প্রকাশিত সর্ব প্রথম ইংরেজি সংবাদপত্র পাক্ষিক The Harbinger এর সম্পাদক প্রকাশক হিসেবে এ সুনামের সহিত দায়িত্বহহনন পালন করে আসছিলেন। সেই সাথে ঠাকুরগাঁও জেলা থেকে সর্ব প্রথম কম্পিউটার কম্পোজে প্রকাশিত ” মাসিক সুচনা “, সাপ্তাহিক ঠাকুরগাঁওয়ের কাগজ “, চট্রগ্রামের সর্ব প্রথম ফ্যাশন পত্রিকা ” মাসিক গ্ল্যামার “, পত্রিকার সম্পাদক প্রকাশক ছিলেন। এছাড়া ঢাকা চট্রগ্রাম এর বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত অবস্থায় সাহসিকতা ও সুনাম অর্জন করেছেন বিশিষ্ট সাংবাদিক শাওন আমিন। সাংবাদিকতার পাশাপাশি ১৯৯৯ সন থেকে চট্রগ্রাম বন্দরে সাথে সম্পৃক্ত এইচ এস মেরিন এজেন্সীতে জীবিকা নির্বাহের জন্য চাকুরি শুরু করে বর্তমানেও কর্মস্থলে অধিষ্ঠিত রয়েছেন।
আমি জন্মদিনে বিশিষ্ট সাংবাদিক শাওন আমিনের দৈনিক ঝড়ের পরিবারের জেলা/ উপজেলা প্রতিনিধি এবং স্টাফ রিপোর্টারদের নিকট তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার জীবনের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি।মহা আল্লাহ্ তায়ালা যেন, শাওন আমিন কে যেন সব সময় ভালো, সুস্থ রেখে সাংবাদিক জগতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রাখেন এই কামনা করছি।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।