শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ৩নং করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন ।
এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার,ঢাকা বিভাগের উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মোছা: সেলিনা বানু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব,সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া,বিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে। ।
সদর উপজেলা ১৫টি ইউনিয়নের ৬ হাজার শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে এই ড্রেস বিতরণ করা হবে।এডিপির অর্থায়নে স্কুলের ড্রেস বিতরণ কার্যক্রম আগামী তিন বছর চলমান থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে বলে আশা প্রকাশ করেন।