মনু নদী থেকে মিয়ানমারের নাগরিকের লাশ উদ্ধার

মনু নদী থেকে মিয়ানমারের নাগরিকের লাশ উদ্ধার। ছবি মাহমুদুর রহমান
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ড থেকে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।