পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি মোঃ আজীম হোসেন
পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানগণ ৩ মার্চ ২০২৫ (সোমবার) পিরোজপুরে আগমন করেন। তারা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করেন এবং পরে সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন করেন।
এ সময় তারা আল্লামা সাঈদীর জীবন ও কর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার, লেখক ও গবেষক মুফতি কাজী ইব্রাহীম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)-এর সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন, শহীদ সৈয়দ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (রহ.)-এর সন্তান লেখক আলী আহম্মদ মোহাম্মদ মাবরুর, শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রহ.)-এর সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন শেষে তারা আল্লামা সাঈদীর কবরের পাশে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া পরিচালনা করেন ব্যারিস্টার নাজিব মোমেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী (রহ.)-এর পুত্র মাসুদ সাঈদীসহ পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।