দুমকীতে ফুলেল শুভেচছায় সিক্ত ছাত্রদল নেতা সাঈফ খান মিজান
দুমকীতে ১৪ বছর পরে নিজ এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সাঈফ খান মিজান

রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হয়ে দীর্ঘ ১৪ বছরে নিজ বাড়িতে আসতে পারেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈফ খান মিজান।এমনকি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ-প্রশাসনের হয়রানিতে পারেননি বাবা-মা এবং বড় ভাইয়ের জানাজা নামাজে অংশ নিতে এমনটা দাবি করেছেন তিনি।
শুক্রবার(২৮ মার্চ) বিকেলে এই নেতার নিজ গ্রামে আগমনের খবরে লেবুখালী টোল প্লাজা থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব-সহ সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে দেখতে ছুটে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাঁকে স্লোগানে স্লোগানে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে আঙ্গারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই নেতা। স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সেক্রেটারি মো: হাসিবের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জসীম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা তথা মুরাদিয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাকের আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার রিয়াজ হোসাইন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।