দিনাজপুর মহারাজার মোড়ে যৌথ বাহিনির অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;
পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে যৌথ বাহিনী, জেলা পুলিশ দিনাজপুর কর্তৃক অতিরিক্ত গতি, রেজিষ্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন অতিরিক্ত বোঝাই, হাইড্রলিক হর্ণ সংযুক্ত মোটরযান ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৬ এপ্রিল ২০২৫ রবিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের মহারাজার মোড়ে যৌথ বাহিনী ও জেলা পুলিশ দিনাজপুর এবং ট্রাফিক পুলিশ এর সমন্বয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এ সময় মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহন ও হেলমেট বিহীন মোটর সাইকেল চালক, লাইসেন্স বিহীন চালক ও রেজিষ্ট্রেশন বিহীন মোটযানের এর বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ০৪ মার্চ হতে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন ধরনের চেকপোষ্ট ও তল্লাসি কার্যক্রম পরিচালনা করে আসছে। এই পর্যন্ত ০৮ টি উপজেলায় ২শতাধিক মামলায় পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করা হচ্ছে।