দিনাজপুরে সাধারণ ছাত্র ও জনতার পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
সারা দেশব্যাপী ধর্ষণও নিপীড়নের প্রতিবাদে দিনাজপুরে সাধারণ ছাত্র ও জনতা পক্ষ থেকে ধর্ষণবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান থেকে দুপুর তিন ঘটিকায় শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দিনাজপুর হাসপাতাল মোড়ে এসে সমাপনী বক্তব্য দানের মাধ্যমে মিছিলটি শেষ হয়। উক্ত মিছিলে দিনাজপুরের সকল স্তরের ছাত্র ও জনতার পক্ষ থেকে ব্যাপক উপস্থিতি দেখা যায়। উক্ত মিছিলে ছাত্রদের পক্ষ থেকে বাদশা আল কাউসার,আশরাফুল সোহাগ,রিশাদ রাহিন স্নিগ্ধ, জাহিন ইবনাত, আফিয়া ইসলাম ও অনেকে উপস্থিত ছিল।