দিনাজপুরে ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান এর নেসকো-২ কার্যালয় পরিদর্শন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই – নেসকো এর ব্যবস্থাপনা পরিচালক মোঃখলিলুর রহমান ৭ মার্চ-২০২৫ শুক্রবার দিনাজপুরের বালুবাড়ি পাওয়ার হাউজ নেসকো -২ এর কার্যালয় পরিদর্শন করেছেন।
এ সময় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোসাদ্দেক কবির , নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক ও নেসকো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়ন -রেজি: নং বি -২২৩৩ এর পক্ষে কেন্দ্রীয় সভাপতি মো:কামরুল হায়দার ।
এ সময় নেসকোর অন্যান্য শ্রমিক কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক নেসকো -২ এর কার্যালয় ঘুরে দেখেন। অফিসের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি-২০২৫ বুধবার বিকেলে দিনাজপুর পাওয়ার হাউজের জোনাল মেরামত কারখানায় শর্ট সার্কিটে আগুন লাগলে ক্ষতিসাধন হলে তিনি শুক্রবার পরিদর্শনে আসেন।