দিনাজপুরে জলবায়ু ধর্মঘট

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে- দিনাজপুরের স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর উদ্যোগে শান্তিপূর্ণ জলবায়ু ধর্মঘট ও মানববন্ধন করেছে।
তারিখ:১১/০৪/২০২৫ ইং
আজ শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে জলবায়ু কর্মী, তরুণ সমাজ, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।
জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানো, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়া, বন উজাড়-দূষণ ও পরিবেশ বিধ্বংসী প্রকল্প বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এই জলবায়ু ধর্মঘটের উদ্দেশ্যে।
বক্তারা বলেন, আমরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই কৃষি চর্চায় বিনিয়োগ বৃদ্ধির দাবিতে লড়াই করছি। বিত্তবানদের মুনাফা ক্ষুধার মানসিকতা আমাদের ব্যথিত করছে। লোভী এই স্বার্থের জন্য আমাদের ভবিষ্যত সংকটে ফেলতে পারি না। তাই আমরা টেকসই ও নিরাপদ পৃথিবীর দাবিতে একত্র হয়েছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ সংকটের মুখে পড়বে। এটি আমাদের ভবিষ্যতের লড়াই। আমরা চাই সুস্থ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী।
এ সময় তরুণ জলবায়ু কর্মী সেলিম ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মুক্ত আকাশ, ব্রাইটার্স, ওএবি ফাউন্ডেশন, সমৃদ্ধি ফাউন্ডেশন, ভিএসডিএসহ জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন একত্রে এই কর্মসূচীর আয়োজন করে।