আনম রফিকুর রশীদ:
বাংলার সুবেদার শায়েস্তা খাঁর একটাকার চাল কিনতে দরকার চব্বিশ হাজার!
অগ্নিমূল্যে জ্বলছে বাজার, উনুনে হাহাকার; দাদার খাবার পদ্মার ইলিশ, বুভুক্ষুর কঙ্কর ব্রিজ।
লিলুয়া বাতাসে ঝিমায় সওয়ারি, পাগলা ঘোড়া খুরের ঘায়ে শূন্য হাঁড়ি উল্টিয়ে দৌড়ায়
হাড্ডিসার ক্ষুধার্ত জনতার চিৎকার, থামাও! থামাও! সওয়ারির লাগাম টানার ফুরসৎ নেই।
আগে দুর্ভিক্ষ হলে ভরসা ছিল রুটি, এখন চালের চেয়ে আটার দাম আরও বেশি
যত্তসব অবৈধ পয়সাওয়ালা, সবাই ডায়াবেটিস রোগী; গরিবের খাদ্যে কাড়াকাড়ি।
চোরাকারবারি, চোরাবেপারির সিন্ডিকেটের সাথে সওয়ারির গোপন আঁতাত,
মোটা চাল, পোকা চাল, পচা চালের বস্তায় সোনাদানার দম্ভ!
ইঁদুরের ভাগ্যে পোয়াবারো, মানবের ঘরে হাহুতাশ।
চাল নিয়ে চালবাজি আর চালাকি ছাড়! পাগলা ঘোড়ার লাগাম ধর!
ঈশানে বজ্রনিনাদ, অগ্নিকোণে বিস্ফুরণের তোড়জোড়;
ক্ষুধার্ত মিছিলের শূন্য থালায় দানবের রুদ্ধশ্বাস, বেপরোয়া থাবায় আসমান-জমিন তছনছের পূর্বাভাস।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।