আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুমকীতে আলোচনা সভা

দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে “অধিকার সমতা ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যে ৮ম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২মার্চ) বেলা ১১টায় দূমকি উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মুহ: অলিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, অধ্যক্ষ জামাল হোসেন, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক আসাদুজ্জামান, পল্লী সেবা সংঘ’র পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।