ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

চকরিয়ায় প্রবাসীর বসতভিটার জায়গা দখলের চেষ্টায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ

একুশে বার্তা
অক্টোবর ১৩, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় এক প্রবাসীর বসতভিটার জায়গা জবর-দখলের চেষ্টা চালিয়ে সীমানা দেয়াল ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এনিয়ে ভুক্তভোগী চকরিয়া থানায় চারজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সাহেব খাঁন পাড়া এলাকায় এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহেব খাঁন পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মাছুম উদ্দিন ও তার বাবা-মাসহ পরিবার নিয়ে পূর্ব বড় ভেওলা মৌজার বিএস ৫৬৬ নম্বর খতিয়ানের ৮৫৪০ দাগের ৫৩ কড়া জায়গায় বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘ ৪০ বছর ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন বলে ভুক্তভোগী মাছুম উদ্দিন অভিযোগে জানান।

তিনি অভিযোগে আরও জানান, সোমবার বিকালে তার দখলীয় বসতভিটা জায়গা জবর দখল করার চেষ্টা চালিয়ে দেশীয় তৈরি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই ইউনিয়নের শামসু মিয়ার বাজার এলাকার আবচার মিয়ার ছেলে গোফরানুর রহমানের নেতৃত্বে একদল দখলবাজ সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে বসতভিটায় ঢুকে পাকা বাউন্ডারি সীমানা দেয়াল ভাংচুর করে প্রায় সত্তর হাজার টাকা ক্ষতি সাধন করে। এছাড়াও দখলবাজ সন্ত্রাসীরা বাড়ি নির্মাণের জন্য মজুদকৃত লোহা, সিমেন্ট, কাঠ ও বাড়ির মেস্ত্রীর সরঞ্জামসহ অন্তত চুয়াত্তর হাজার টাকার বিভিন্ন মালামাল লুঠপাট করে নিয়ে যায়।

এঘটনায় ভুক্তভোগী মাছুম উদ্দিন বাদি হয়ে চকরিয়া থানায় ৪জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। এতে থানায় দায়েরকৃত এজাহারে আসামি করা হয়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সামশু মিয়ার বাজার এলাকার আবচার মিয়া (৬০), তার ছেলে গোফরানুর রহমান (৩০), মোহাম্মদ শফির ছেলে মো.সুজন (৪০) ও সাহেব খাঁন পাড়া এলাকার মৃত মোস্তাক আহামদের ছেলে আবদু শুক্কুর (৪৫)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। ঘটনা তদন্তপূর্বক পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x