ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

রানীশংকৈলে চুরির পর নিরাপত্তাহীনতায় প্রবাসীর পরিবার,থানায় মামলা

Md Peyar Ali
জানুয়ারি ২০, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের গোগর ঝারবাড়ী গ্রামের আমেরিকাপ্রবাসী শরীফ খানের বাড়ীতে চুরির ঘটনা ঘটে |

গত ২৩ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া স্বর্ণালংকারসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

চুরুর পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন তোফাজ্জল হোসেন |

থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এসআই নাদিরুল মুরাদ |

অভিযোগের বরাতে তিনি জানান- শনিবার মাঝরাতে তোফাজ্জল হোসেন পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়লে পরের দিন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য শয়ন ঘরের লাইট জ্বালাইলে দেখে যে -ঘরের কাপড় চোপড় এলোমেলো,ঘরের জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে | আমি আমার স্ত্রীকে ডাক দিলে দেখি যে,মেইন ঘরের দরজা খোলা পরে আমার ভাতিজা ফরিদকে ডাক দিলে সে চলে আসে তাকেসহ আমার শয়ন রুমে গেলে দেখি যে রুমের সামনে কেচি গেটের তালা ভাঙ্গা,রুমের ভিতরে ষ্টিল আলমারি,কাঠের আলমারি তালা খোলা, কাঠের বাক্স খোলা ও বর্নিত মালামাল নেই | বর্নিত মালামালের মধ্যে (১) গলার হার ১টা দেড় ভুড়ি (২) গলার হাড় ১ টা দুই ভুড়ি (৩) চিক হার ১ টা ২ ভুড়ি (৪) গলার চেইন ৩ টা চার ভুড়ি(৫) হাতের বালা ৮টা আট ভুড়ি (৬) কানের দুল ২ জোড়া এক ভুড়ি (৭)হাতের রিং ২টা এক ভুড়ি ( ৮) নাকের ফুল ৪টা একভড়ি (৯) সিতা হার ২ টা চার ভুড়ি(১০) রুপার পায়ের নুপুর ২ জোড়া চার ভুড়ি (১১) ২২/১২/২৩ইং দিবাগত রাত্রে ১ টি লুঙ্গি (১২) ২৩/১২/২৩ ইং দিবাগত রাতে সিসি ক্যামেরা হার্ডডিস্ক ১ টি (১৩) কম্পিউটার পিসি ১ টি এছাড়াও আরো অন্যান্য কাগজপত্রাদী ও জিনিসপত্র |

20 জানুয়ারি ( শনিবার) দুপুরে তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন -চুরির ঘটনায় থানায় মামলা করার পরও কোন পদক্ষেপ না নেওয়ায় আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি |

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান– মামলা তদন্তনাধীন আছে |’

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x