ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

জনপ্রশাসন সচিবের ই-ফাইল বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন

একুশে বার্তা
অক্টোবর ২৪, ২০২০ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

জিয়াউল ইসলাম,খুলনাঃ

ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সরকারি দপ্তরসমূহে ডিজিটাল সেবা নিশ্চিতকরণে জেলা পর্যায়ে ই-ফাইল (নথি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সচিব শেখ ইউসুফ হারুন বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জন অপরিহার্য। আইসিটি সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। ২০০৯ সালে ইউনিয়ন তথ্যসেবা চালু ফলে এখান থেকে প্রত্যন্ত অঞ্চলের জনগণ সেবা নিতে পারছে। তিনি বলেন, আমরা তৃতীয় সাবমেরিন কানেকশন নেওয়ার চেষ্টা করছি। ই-ফাইল চালুর ফলে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজের কাজ নিজেকেই করতে হবে। এর ফলে দপ্তরে দুর্নীতি হ্রাস পাবে। স্ব স্ব দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং তথ্যপ্রযুক্তি সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

প্রশিক্ষণে অতিথি হিসেবে বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মোঃ মোকাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ এবং শিক্ষা ও আইসিটি) মোছাঃ শাহানাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণে জেলার ১৭টি সরকারি দপ্তরের ২২ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ই-ফাইলে বিশেষ অবদানের জন্য বিভিন্ন দপ্তরের পাঁচ জন কর্মচারীর হাতে পুরস্কার তুলে দেন।

দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবন চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x