ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ-৯২ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

একুশে বার্তা
ডিসেম্বর ২৫, ২০২০ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

কাইছার সিকদার:

প্রচলিত পড়াশুনার গণ্ডি পেরিয়ে স্বঃস্বঃ কর্ম ব্যস্ততায় ফিরে যাওয়া উদ্যমী একদল যুবক- কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি “৯২” ব্যাচ৷ কর্ম ব্যস্ততার ফাঁকে তাঁরা লিপ্ত থাকেন বিভিন্ন সামাজিক ও জনসেবা মূলক কর্মকাণ্ডে৷ তারই ধারাবাহিকতায় (২৫ ডিসেম্বর) শুক্রবার “ব্যাচ-৯২” এর উদ্যোগে কুতুবদিয়ার তিনটি ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ করেছেন৷ কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল, বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নের প্রায় “পাঁচ” শতাধিক শীতার্ত মানুষের কাছে এই শীতবস্ত্র পৌছে দেওয়া হয় এবং একই সাথে আমজাখালী বাইতুসশরফ মসজিদের জন্য কার্পেট বিতরণ করা হয়৷

কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্য দিয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়৷ সাজ্জাদ ইকবাল ও মিজানুর রহমান টিটুর সঞ্চালনায়- আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জুয়েল ইসলাম৷

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “ব্যাচ-৯২” এর সভাপতি রমিজ আহমেদ, প্রধান শিক্ষক জহিরুল, সদস্য সচিব এম জাহাঙ্গীর আলম, সদস্য গন যথাক্রমে ফরহাদ, মনছুর আলম, দিদারুল আলম, নিরঞ্জন, সুদেব শীল, শিহাব উদ্দিন লিটু, উমর ফারুক, নেজাম উদ্দিন মানিক, মাহফুজ, মোঃ আক্তার সহ আরো অনেকে৷

“ব্যাচ-৯২” এর পক্ষ থেকে ভবিষ্যতে ও সামাজিক উন্নয়ন আর দরিদ্রদের সাহায্যার্থে বিভিন্ন সেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সভাপতি রমিজ আহমেদ৷

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x