ঢাকাবুধবার , ১৬ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

কক্সবাজারে প্রথমবারেরমতো ডোপ টেস্ট কার্যক্রম শুরু

একুশে বার্তা ডেস্ক
মার্চ ১৬, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রথমবারেরমতো ডোপ টেস্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। (১৬ মার্চ) দুপুর ১টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, “প্রযুক্তির ছোঁয়ায় এখন সবকিছু আধুনিক হচ্ছে, তারই অংশ হিসেবে চিকিৎসা বিজ্ঞান ক্রমসই উন্নতি করছে। ফলশ্রুতিতে ডোপ টেস্ট এখন একটি অপরিহার্য বিষয়। আমাদের মাতৃতুল্য প্রধানমন্ত্রী আগেই ঘোষনা দিয়েছেন ডোপ টেস্ট ছাড়া সরকারি চাকরীতে যোগদান করা যাবে না, ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। কারন কোন মাদকসক্ত ব্যক্তি দেশের জন্য সঠিক কাজটি করতে পারবেনা। অপরদিকে মাদকাসক্ত গাড়ি চালকের কারনে যাতে কোন প্রাণ অকালে ঝরে না যায় সে জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

বর্তমান সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিশ্চিত করার জন্য সব ধরনের উদ্যোগ নিচ্ছে তারই অংশ হিসেবে ডোপ টেস্ট কার্যক্রমের ফলে, ড্রাইভিং লাইসেন্স, সরকারি চাকরী, শিক্ষার্থীদের জন্য বা মামলার কার্যক্রমের জন্য ডোপ টেস্ট উপকারী হিসাবে কাজ করবে।
এ সময় তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ধর্য্য এবং আন্তরিকতা সাথে সেবা গ্রহনের জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান।

এতে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টার পর্যন্ত হাসপাতালের ১১৭ নাম্বার রুমে ৯০০ টাকা পরিশোধ করে যে কেউ ডোপ টেস্ট করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাশ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, কক্সবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদুল হক।


অনুষ্ঠানে ডোপ টেস্টের উপরে মূল বিষয় বস্তু তুলে ধরেন জেলা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. জিয়া উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x