পেয়ার আলী: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় ফাতেমা বেগম(৬০) নামে একজন নিহত হয়েছেন |
৬ জুন (বৃহষ্প্রতিবার) দুপুর ১:৩০ মি: এ দুর্ঘটনা ঘটে। রানীশংকৈল থানার উপ-পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন ।
জানা যায় — ট্রাকটি পীরগন্জ থেকে রানীশংকৈল আসার সময় পুরাতন সেন্টারের পশ্চিম পাশে মানসিক ভারসাম্যহীন ফাতেমা বেগম পাঁকা রাস্তা পার হওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে |
নিহত মানসিক ভারসাম্যহীন ফাতেমা বেগম গোগর মাঝটলা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী |
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা জানান– ট্রাকটি আটক করে মামলার প্রক্রিয়াধীন চলছে | লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে |
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।