খুঁজুন
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে মোমেন খন্দকার অপি নামের একজনকে অ্যাডহক ভিত্তিতে প্রথম শ্রেণির চাকরি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:৪৮ পূর্বাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে মোমেন খন্দকার অপি নামের একজনকে অ্যাডহক ভিত্তিতে প্রথম শ্রেণির চাকরি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে মোমেন খন্দকার অপি নামের একজনকে অ্যাডহক ভিত্তিতে প্রথম শ্রেণির চাকরি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সভাপতি করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এই কমিটি গঠন করেছেন। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মোমেন খন্দকার অপি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
১২ ডিসেম্বর তাঁর চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়।
নিয়োগের সময় তাঁর স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা ওই নিয়োগ বাতিল ও অ্যাডহক (অস্থায়ী) নিয়োগপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ইউনিভার্সিটি অব রাজশাহী’তে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নেত্রকোণার দুর্গাপুরে খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে পৌর বিএনপির ইফতার মাহফিল

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
নেত্রকোণার দুর্গাপুরে খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে পৌর বিএনপির ইফতার মাহফিল

নেত্রকোণার দুর্গাপুরে পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার পৌর শহরের বিরিশিরিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।

এই আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

৭ নং ওয়ার্ড শাখার এই ইফতার আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দুর্গাপুর পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজানে গরীব,অসহায় ও খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসী সহ সকলের মঙ্গল কামনা করা হয়েছে।

ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ,সদস্য সচিব হারেজ গণি, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু এবং সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি।

পৌর বিএনপির এই ইফতার আয়োজন সফল করতে সার্বিক দায়িত্ব পালনে মূখ্য ভূমিকা রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল করিম,সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ ওয়ার্ড কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এই আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক রিয়াজুল করিম,পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শাখাওয়াত হোসেন সজীব,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন,সদস্য সচিব সোহেল আকাশ,উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি ওসমান গণি,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম,পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি,ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রনি শেখ,সদস্য সচিব বাবুল আকঞ্জি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক সহ অনেকে।

ফুলবাড়িতে গ্রেনেড উদ্ধার

মোঃ শাকিরুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
ফুলবাড়িতে গ্রেনেড উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেনেডটি 1968 সালের তৈরী বলে জানিয়েছে পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার কাজিহাল ইউনিয়নের মোকলেস ওরফে মোকের বাড়ী থেকে এই গ্রেনেডটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিজ বাড়ি নির্মাণের জন্য বালু নিয়ে আসেন মোকলেস ওরফে মোকে। ওই বালুর সাথে একটি পরিত্যক্ত ১৯৬৮ সালের বোমা দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে এবং ফুলবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, চিরিরবন্দর নিয়ে আসা বালুর গাড়িতে গ্রেনেড পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

মোঃ শাকিরুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

 

 

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের বিভক্তি আবারও প্রকাশ্যে এসেছে এবং উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা বিএনপির একাংশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার অনুসারী, আরেকটি অংশ বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থক। আগে এই গ্রুপটি জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী থাকলেও বর্তমানে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়।

১৩ মার্চ চিরিরবন্দরে কর্নেল মোস্তাফিজের অনুসারীরা বিএনপির ব্যানারে দোয়া ও ইফতার মাহফিলের ঘোষণা দেয়। ১৪ মার্চ কারেঙ্গাতলী বাজারে সেই কর্মসূচি আয়োজনের সময় প্রতিপক্ষের হামলার অভিযোগ ওঠে, যার ফলে ইফতার মাহফিল স্থগিত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার (১৬ মার্চ) পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেন কর্নেল মোস্তাফিজের অনুসারীরা।

এর জবাবে, আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা কর্নেল মোস্তাফিজকে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে একই স্থানে একই সময়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় গ্রুপের প্রচারণা চলতে থাকায় পক্ষে-বিপক্ষে বিতর্ক তুঙ্গে উঠেছে।

কর্ণেল (অব.) মোস্তাফিজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আয়োজিত ইফতার মাহফিলে হামলার প্রতিবাদেই মানববন্ধন ডাকা হয়েছে।

অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী জানান, বিএনপিকে বিভক্তকরণের ষড়যন্ত্রের প্রতিবাদেই তাদের বিক্ষোভ কর্মসূচি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি জানান, দুই পক্ষকে একই স্থানে কর্মসূচি না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।