ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে বার্তা
অক্টোবর ৩১, ২০২০ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১অক্টোবর) সকাল ১০ টার দিকে পেকুয়া থানার পেশ ইমাম হাফেজ মনির উদ্দিনের কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে পেকুয়া থানা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম।
পেকুয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) এটি এম আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশের সম্পাদক তোফাজ্জল করিম, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম, প্রথম আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি এস এম হানিফ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী, উজানটিয়া ইউপি সদস্য ওসমান গনি।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জাফর আলম বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশ জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। এক সময় মানুষ সেবা নেওয়ার জন্য পুলিশের ধারে ধারে ঘুরে বেড়াতো কিন্তু এখন পুলিশ যাবে জনগণের কাছে সেবা দেওয়ার জন্য। অপরাধী যে দলেরই হউক না কেন কেউ রেহাই পাবে না। পেকুয়া থানা পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করারও আহবান জানিয়েছেন সাংসদ জাফর আলম। এছাড়াও চকরিয়া-পেকুয়াসহ বর্তমান সরকারের নানা উন্নয়নের কর্মকান্ডের কথাও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, ধর্ষণ, মাদক, মানব পাচার, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমন করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ করলে কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে সাইফুর রহমান মজুমদার বলেন, আমি কিছু নিতে আসিনি বরং আপনাদের দিতেই এখানে আসা। আমি জনগণের চাকর হয়ে আপনাদের সেবা দিতে চাই। থানা দালাল মুক্ত। নির্ভয়ে আপনারা পুলিশের সেবা নেওয়ার জন্য থানায় আসতে পারবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আজম খান, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক, রাজাখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ নুর, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবচার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর,পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মেহের আলী প্রমূখ।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x