নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় সিসিডিবি মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (এম এফ পি) এর সহায়তায় মোহনপুর এরিয়া’র বায়া শাখা অফিসে এলাকার অসহায় ও সংস্থার দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিব। সিসিডিবি মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম (এম এফ পি) এরিয়া সমন্বয়কারী মোঃ আতিকুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মিনারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক নরোত্তম কুমার পাল, হিসাবরক্ষক রেশমা পারভীন, মাঠকর্মী রিয়াজুল ইসলাম, মহাসিন, তাপস পাল প্রমুখ। এসময় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা করোনায় জন সচেতনতা বৃদ্ধি , মাদকমুক্ত সমাজ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করার পাশাপাশি সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তোলার বিভিন্ন পরামর্শ দেন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।