খুঁজুন
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ, ১৪৩২

দিনাজপুর বিরল কড়ই বিলের গাছ কেটেছে সুবিধাভোগীরা

মো মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
দিনাজপুর বিরল কড়ই বিলের গাছ কেটেছে সুবিধাভোগীরা

দিনাজপুরের বিরল উপজেলার অন্যতম দর্শনীয় স্থান ও বিদেশি পাখির অভয়ারণ্য কড়াই বিলের শত শত গাছ কাটা হয় গত কয়েকদিনে। বিউটিফুল দিনাজপুরে গতকাল সংবাদ প্রকাশের আগ-পর্যন্ত উদাসীন প্রশাসন ‘জানতোই না’ এ ঘটনা সম্পর্কে।

মুকুলে ভরপুর আম গাছগুলী দীর্ঘ ১০ দিন ধরে কেটে সরিয়ে ফেললেও নাকি গাছের টেন্ডার বা গাছ কাটার বিষয়ে কিছুই জানেনা বন বিভাগ বা উপজেলা প্রশাসন। এ নিয়ে পস্থানীয় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও উত্তেজনা।

দিনাজপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকছেদ আলী মঙ্গলীয়ার নেতৃত্বে আম গাছগুলো কর্তন করেছেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব জবাইদুর রহমান।

অভিযুক্ত বিএনপির নেতা মকছেদ আলী মঙ্গলীয়া জবাব দেন, কড়াই বিল সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিরল মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু। আর আমি সহ-সভাপতি। ৫ তারিখে পট পরিবর্তনে পর সবাই আমাকে দায়িত্ব দেয় কড়াই বিলের। আমি কড়াই বিলের উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। আম গাছ কেটে সেখানে লিচু গাছ লাগানো হবে। এ কারণে কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ৪ লাখ ১০ টাকার টেন্ডারের মাধ্যমে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আমাদেরই লোক গাছগুলো কাটছে। গাছগুলোতে আম ধরে না। তাই, কাটছি। লিচু গাছ লাগাবো।

নাম প্রকাশে অনিচ্ছুক কড়াই বিল সমবায় সমিতি লিমিটেডের এক মুক্তিযোদ্ধা জানান, প্রতিবছর আমের মৌসুমে গাছগুলো এক থেকে দেড় লাখ টাকায় ডাক হয়। প্রায় এক হাজারের মতো গাছ। কিভাবে এই গাছগুলো কেটে ৪ লাখ টাকায় বিক্রি করা হলো? গাছগুলোর দাম প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা হবে। তাছাড়া আমের মৌসুমে মুকুলে ভরা গাছগুলো কিভাবে কেটে বিক্রি করে তারা! এর বিচার হওয়া প্রয়োজন। আমরা জোর দাবি করছি। প্রকাশ্যে প্রতিবাদ করলেই তো ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়।

উপজেলা কো-অর্ডিনেটরদের মাঝে ল্যাপটপ বিতরণ

সোহাগ কাজী । মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ
উপজেলা কো-অর্ডিনেটরদের মাঝে ল্যাপটপ বিতরণ

আজ  আনু:১০ ঘটিকার সময় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় মাদারীপুর জেলায় উপজেলা কো-অর্ডিনেটরদের মাঝে উপস্থিত থেকে প্রকল্প হতে প্রেরিত ল্যাপটপ বিতরন করেন মাদারীপুর জেলার স্হানীয় সরকার বিভাগের উপ-সচিব উপপরিচালক জনাব মুহাম্মদ হাবিবুল আলম।আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান। মুহাম্মদ হাবিবুল আলম বলেন যে প্রকল্পের কাজের জন্য এবং গ্রাম আদালতের কাজের গতিশীলতা আনতে এই ল্যাপটপ দেয়া হয়েছে আপনারা এই ল্যাপটপ সঠিকভাবে ব্যবহার করবেন।এখন থেকে সমস্ত রিপোর্ট গ্রাম আদালতের অর্জন প্রতি মাসের রিপোর্ট, ত্রৈমাসিক রিপোর্ট, উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভা,ইউনিয়নের মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা

এনজিও সমন্বয় সভা উঠানসভা প্রতিটি ইভেন্ট পোস্টিং দিতে হবে।জেলা ম্যানেজার বলেন এই ল্যাপটপটি আপনাদের ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করতে পারবেন না কারন আপনারা নিয়মিত ফিল্ড ভিজিট করবেন এখন থেকে সমস্ত রিপোর্ট অনলাইন বেইজ কম্পিউটারে পোস্টিং দিবেন।

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে জখম

মোহাইমিনুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ
রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে জখম

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খড়বোনা এলাকায় আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে গুলিবিদ্ধ হয়ে আহত রবিউল ইসলাম রবিকে (৪০) গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রবিউল ইসলাম বাড়ি নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকায়। তিনি নগরীর ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের ছোট ভাই। আজিজুল হকের ছেলে রবিউল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামী।

নগরের বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, রবিউল সাহেব বাজার থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিল। এ সময় খড়বোনা এলাকায় রিকশার গতি রোধ করে দুর্বত্তরা রবিউলকে গুলি ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পাঁচ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে এসে ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরী বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে। অন্য পা এবং দুটি হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। হাসপাতালে ভর্তির পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রবিউল ইসলাম রবির নামে পাঁচটি মামলা আছে। এরমধ্যে রাবি শিবিরের সাবেক সেক্রেটারী শরিফুজ্জামান নোমানী হত্যা মামলারও আসামি রবিউল।

তিনি আরও বলেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রবিউল ইসলাম। এর আগে ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জে জনতার হাতে আটক হয়েছিলেন আত্মগোপনে থাকা রবিউলের ভাই শহিদুল ইসলাম। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শহিদুল কারাগারে থাকলেও রবিউল জামিনে বের হয়ে আসেন।

দেশের কল্যাণে কাজ করার আহবান জানালেন শিবির সভাপতি

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
দেশের কল্যাণে কাজ করার আহবান জানালেন শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ছাত্রশিবিরের কর্মীদেরকে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। এ জন্য শিবিরকর্মীদের মধ্যে সততা থাকতে হবে। তিনি সকলকে সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

বুধবার (২৩ এপ্রির ২০২৫) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, জুলাই স্প্রিটকে ধারণ করে এ দেশকে ও সমাজকে এগিয়ে নিতে হবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন হবে হওয়া উচিত। একেবারে যেন দীর্ঘায়িত না, আবার যেন খুব তাড়াহুড়া না হয়। ৫ আগস্টের পর সংস্কারগুলোর কোন দৃশ্যমান ফলাফল দেখতে পাচ্ছি না। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হোক আমরা এটাই চাই।

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি মাসুদ রানা’র সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের সাবেক কয়েকজন দায়িত্বশীল বক্তব্য রাখেন।

এর পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময তিনি বলেন, জুলাই আগস্টের পর মানুষের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মত অবস্থা তৈরি হয়েছে।

তিনি বলেন, আমরা ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। আমাদের প্রত্যেকটা পদক্ষেপে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভুমিকা রাখতে হবে। তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। তিনি আরো বলেন, আমরা একটি আদর্শিক বিজয় চাই। এ জন্য প্রয়োজনে জীবন দিতে হলেও সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

সধী সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।