দিনাজপুর প্রেসক্লাব আজকের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;
দিনাজপুর জেলা প্রেসক্লাবে আজকের ১৪৩১ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মেয়াদ দুইবছর বাংলা ১৪৩২-১৪৩৩ সাল পর্যন্ত। আজকে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভোটে গোলাম নবী দুলাল বিপুল ব্যাবধানে মোর্শেদুর রহমানকে পরাজিত করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হিসেবে সকল সাংবাদিক মহলের সেবা করে আসছেন। তিনি সকল সাংবাদিকদের সুবধা অসুবিধার সময়ে অনেক সহযোগিতা করেছেন।
এর আগে ১৫টি পদের মধ্যে ১৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু, সহ-সভাপতি পদে শাহ আলম শাহী ও আজহারুল আজাদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং, কোষাধক্ষ্য বিপুল সরকার সানি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশি কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক পদে বেলাল উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, দপ্তর সম্পাদক পদে খাদেমুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক পদে মাসুদ রেজা হাই, সদস্য পদে রিয়াজুল ইসলাম, রুস্তম আলী মন্ডল, রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহমেদ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশফাক আহমেদ ও অশোক কুমার কুন্ডু। বিকেলেই নির্বাচন কমিশনার তাদের ফলাফল ঘোষণা করেন।
শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচনটি ১৪/৩/২৫ রোজ শুক্রবার দুপর ২:৩০ থেকে ৫:০০ পর্যন্ত হয়েছিল। ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচনের সমাপ্তি ঘটলো।
এইভোটে গোলাম নবী দুলাল ৩৬ ভোটে জয়লাভ করেছে। তিনি সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন তাকে পুনরায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। দিনাজপুরের সকল সাংবাদিকরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।