অনলাইন ডেস্কঃ অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন চলছিল, সৌদি আরবের ক্লাব আল নাসরে গিয়ে কোচ রুডি গার্সিয়ার সঙ্গে মনোমালিন্য তৈরি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এ জন্য চাকরি হারাতে পারেন রুডি গার্সিয়া। শেষ পর্যন্ত এমনটাই ঘটলো!
এক বিবৃতিতে আল নাসের জানিয়েছে, ‘দলের কোচ রুডি গার্সিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আল নাসের ম্যানেজমেন্ট।’ বিবৃতিতে গার্সিয়াকে ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছে ক্লাবটি।
সম্প্রতি আল ফায়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আল নাসর। তার পরেই কোচকে নিয়ে প্রশ্ন তোলেন রোনালদো। সৌদির সংবাদমাধ্যমে জানায়, রোনালদোর মনে হয়েছে ফুটবলারদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে ব্যর্থ হচ্ছেন গার্সিয়া। যে কারণে দলের পারফরম্যান্স ভালো হচ্ছে না। রোনালদোর মতে, সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে আল নাসেরের। কিন্তু কোচের ভুল সিদ্ধান্তের কারণেই নাকি দল পিছিয়ে পড়ছে!
তবে শুধু রোনালদোই নন, গার্সিয়ার ওপর নাকি আল নাসরের মালিকও খুব বিরক্ত ছিলেন। গত বছর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গার্সিয়া। এক বছরে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তিনি।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।