ঘরের পাশে গাছে ঝুলছিলো বৃদ্ধের মরদেহ,মৃত্যু ঘিরে রহস্য

একসঙ্গে রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাতে হঠাৎ ঘুম ভাঙলে স্ত্রী দেখতে পান স্বামী পাশে নেই। ঘর থেকে বের হয়ে খুঁজতে গিয়ে স্ত্রী দেখতে পান স্বামীর নিথর দেহ ঘরের পাশের চালতা গাছে ঝুলছে।
নেত্রকোণার দুর্গাপুরে এমন ঘটনা ঘটেছে। উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর গ্রাম থেকে আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ মে) রাতে বাড়ির উত্তর পাশের চালতা গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,দেখা দিয়েছে রহস্য।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনকার মতো রাতের খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) এর ঘুম ভেঙ্গে তিনি দেখেন তার স্বামী তার পাশে নেই। পরে ঘর থেকে বের হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তিনি দেখতে পান বাড়ির উত্তর পাশের চালতা গাছে নিথর দেহ ঝুলছে। এসময় তার চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির স্বজনরা জানান, আবু তাহের দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।