গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় দিনের ফিডব্যাক নিয়ে আলোচনা!

আজ ১১/৩/২৫ ইং তারিখ সকাল ৯ ঘটিকার সময় মাদারীপুর পৌরসভার হলরুমে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মাদারীপুর জেলা প্রশাসক এর আয়োজনে (দ্বিতীয় ব্যাচের)তৃতীয় দিনে অংশগ্রহণকারীদের কাছ থেকে বিগত দিনের প্রশিক্ষনের ফিডব্যাক নিচ্ছেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায় – ৩,প্রকল্পের মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান।ডিস্ট্রিক্ট ম্যানেজার অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালত আইন বিধি এবং গ্রাম আদালতের ডকুমেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন গ্রাম আদালতের নথিপত্র লেখার ক্ষেত্রে সকলকে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করেন।প্রতি মাসে মামলার আবেদন এবং নিষ্পত্তির হার বাড়াতে হবে। এজলাসে বসে চেয়ারম্যান যেন নিয়মিত গ্রাম আদালতের মামলার শুনানি করে সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।এ প্রশিক্ষণ থেকে আমাদের আইন বিধি সম্পর্কে ধারনা নিতে হবে যাতে নথি রেজিস্ট্রার লেখার বা বুঝার ক্ষেত্রে কোন সমস্যা না হয়।