ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

গাজীপুর পিকনিকে গিয়ে মদপানে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আগস্ট ২১, ২০২৩ ৫:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বাড্ডা ও ভাটারা থানা এলাকার তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার তাঁরা মারা গেছেন। পুলিশ বলছে, গত শুক্রবার তাঁরা বন্ধুরা মিলে গাজীপুর এলাকায় পিকনিকে গিয়ে মদ পান করেছিলেন। এরপর তাঁরা একে একে অসুস্থ হয়ে মারা গেছেন।

রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের একটি পিকনিক পার্টি থেকে ফেরার পরপরই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাজধানীর বেরাইদ এলাকা থেকে নৌপথে গাজীপুরে গিয়ে ওই পার্টিতে অংশ নেন ৭০-৮০ জন যুবক। এরপর অনেকে অসুস্থবোধ করলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এরই মধ্যে তাদের মধ্যে তিনজন মারা গেছেন।

তারা হলেন- রাজধানীর বাড্ডায় এলাকার বাসিন্দা মনির, হাসান, সানি। তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন ১৫-২০ জন।

পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ সমকালকে জানান, পার্টিতে অংশ নেওয়া তিনজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। অসুস্থতার বিষয়টি গোপন রাখা হয়েছিল। এরই মধ্যে দু’জনের দাফনও করা হয়েছে।

তিনি বলেন, একজনের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পার্টিতে অংশ নেওয়া আরও অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। কী কারণে তারা অসুস্থ হয়েছেন- তা তদন্ত করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, মদ্যপানের ঘটনায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড্ডার স্বাধীনতা সরণি এলাকায় বাসায় ফিরেছেন ওই পিকনিকে অংশ নেওয়া এক শিক্ষার্থী। তার বাবা জানান, শুক্রবার তার ছেলে বন্ধুদের মিলে গাজীপুর পূবাইল এলাকা পিকনিকে যায়। সেখানে তারা কিছু খেয়েছিল। পিকনিক থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি জানান, এ ঘটনায় আরও অনেকেই চিকিৎসা নিয়েছেন।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x